সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রাম সংলগ্ন একটি ঝোপের মধ্য থেকে বৃহস্পতিবার রাত ৭টার দিকে বোরকা পরা অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে জগন্নাথপুর থানাপুলিশ।
পরে ময়না তদন্তের জন্য লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
লাশের শরীরের চোখে আঘাতের চিহ্ন রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
এ বিষয়ে জগন্নাথপুর সার্কেল এএসপি শুভাশিস ধর জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তর জন্য লাশটি সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি জানান, লাশের পরিচয় পাওয়া যায়নি।