ঢাকা, রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫, ১৯শে মাঘ ১৪৩১

জাকসু নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার চায় জাবি ছাত্রদল

আকিব সুলতান অর্নব, জাবি | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ ১২:০৪:০০ অপরাহ্ন | শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছে শাখা ছাত্রদল।

বুধবার (২২ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর মোহাম্মদ কামরুল আহসান বরাবর দেওয়া এক স্মাকলিপিতে এই দাবি করেন তারা।

জাকসুর আগে গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, ২৯ অক্টোবর ২০২৪ তারিখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু নির্বাচন বিষয়ে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি সাধারণ সভা আয়োজন করেছিল। সেখানে জাকসু নির্বাচনের পূর্বে কিছু জরুরি সংস্কারের দাবি উঠে আসে। দাবির পরিপ্রেক্ষিতে কয়েকটি কমিটি গঠন করা হয়। কমিটি কর্তৃক রিপোর্ট প্রদানের পর প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তাই নির্বাচনের পূর্বে কমিটিগুলোর সুপারিশ ও ছাত্রসংগঠনগুলোর দাবি অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার অবশ্যই সম্পন্ন করতে হবে। এছাড়া জাকসু নির্বাচনের আগে গঠনতন্ত্র সংস্কার করার জন্য ‘গঠনতন্ত্র সংস্কার কমিটি’ গঠন করতে হবে। নির্বাচনের পূর্বে বিগত ১৭ বছর যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছিলো, শুধু সেসকল ছাত্র সংগঠনের সাথে আলোচনাক্রমে জাকসুর গঠনতন্ত্র পর্যালোচনা করে যুগোপযোগী করতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার বিচার দাবি জানিয়ে এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ১৫-১৭ জুলাই সাধারণ ছাত্রছাত্রীদের ওপর আওয়ামী প্রশাসনের প্রত্যক্ষ মদদে ছাত্রলীগ, বহিরাগত সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে নৃশংস হামলা করেছিল, জাকসু নির্বাচনের পূর্বে বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি আলাদা সেল গঠন করে সে সকল নৃশংস কর্মকাণ্ডের যথাযথ তদন্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রশাসনিক ও ফৌজদারি আইনের অধীনে বিচার নিশ্চিত করার পদক্ষেপ সম্পন্ন করতে হবে। বিগত ১৭ বছরে ফ্যাসিস্টের বিরুদ্ধে অব্যাহতভাবে প্রতিরোধ গড়ে তোলা একমাত্র ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীদের উপর বিভিন্ন সময়ে যারা হামলা করেছে এবং যে সকল শিক্ষক হামলাকারী সন্ত্রাসীদের মদদ দিয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত পূর্বক প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে এবং ফৌজদারি ও ট্রাইবুনালে মামলা করে বিচার নিশ্চিত করতে হবে।

‘সিন্ডিকেটে’ আওয়ামীপন্থিদের প্রভাব দূর করার দাবি জানিয়ে এতে বলা হয়, বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট ভেঙে দিয়ে সিন্ডিকেট পুনর্গঠন করতে হবে। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মদদদাতা আওয়ামীপন্থী বহু শিক্ষক এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত আছেন। নির্বাচনকে ফ্যাসিবাদের প্রভাব থেকে মুক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘আজকে রাতের মধ্যেই সংস্কার কমিটি গঠন করা ও আগামী ১ ফেব্রুয়ারি জাকসুর তফসিল ঘোষণার তরিখ পেছানো- আমাদের এই দুইটি তাৎক্ষণিক দাবি ছিল। ভিসি স্যার আমাদেরকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন।

এ বিষয়ে ভিসি প্রফেসর মোহাম্মদ কামরুল আহসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনেক গণতান্ত্রিক আন্দোলনের সূচনা হয়েছে। তাই এখান থেকেই গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে আমরা জাকসুর এই নির্বাচনী রোডম্যাপ দিয়েছি। ছাত্রদলের যৌক্তিক দাবিগুলোর বিষয়ে সব অংশীজনদের সঙ্গে কথা বলে জানানো হবে।’

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ