ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ১৮ জুন ২০২৩ ০৪:০২:০০ অপরাহ্ন | দেশের খবর
 
ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আল আমিন হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামারাইল গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত শিশু আল আমিন হোসেন উপজেলার কামারাইল গ্রামের আরমান হোসেনের ছেলে।
 
স্থানীয়রা জানান, রোববার সকালের দিকে বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিলেন। এসময় শিশু আল আমিন হোসেন ঘরের মধ্যে ঘুড়ি ওড়ানোর জন্য সুতা আনতে যায়। এ সময় বৈদ্যুতিক তারে স্পর্শ করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
 
পরে আল আমিনকে ডাকাডাকি করেও তাকে পাওয়া যায় না। এসময় ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই শিশু আল আমিনের মৃত্যু হয়েছে।