ঝিনাইদহের মহেশপুরে ৫ কেজি ওজনের ১২টি স্বর্ণেরবারসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বুধবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের ফতেপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার সুজাপুর গ্রামের মৃত শ্যামল কান্তিপালের ছেলে তপু পাল (৩৭), সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মাইজাইল গ্রামের মহাদেব চক্রবর্তীর ছেলে মোহন চক্রবর্তী (৪২) ও একই জেলার সারুটিয়া থানার সারুটিয়া গ্রামের মৃত গুলজার হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৫৫)।
৫৮ বিজিবির অধিনায়ক শাহ মো. আজিজুস শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মহেশপুর-জীবননগর রুটের কোন এক বাসে করে স্বর্ণ পাচার হতে যাচ্ছে। সে তথ্য অনুযায়ী, মহেশপুর-জীবননগর মহাসড়কে ফতেপুর শিশুতলা নামক স্থানে চেকপোষ্ট বসায় বিজিবি। এরপর ঝিনাইদহের কালীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে চার কোটি পঁচাশি লাখ একাশি হাজার চুয়ান্ন টাকার ৫ কেজি ১৪.৫৯ গ্রাম ওজনের ১২টি স্বর্ণেরবারসহ ৩ জনকে আটক করা হয় ।
তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।