ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

টাঙ্গাইলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পাঁচ দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু

টাঙ্গাইল প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২ জুলাই ২০২২ ০৪:৪৬:০০ অপরাহ্ন | দেশের খবর

টাঙ্গাইলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের ৫ দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার সকালে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আয়োজনে টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের হল রুমে মৃত্তিকা গবেষণা ও গবেষণা সুবিধা জোরদারকরণ প্রকল্পের আওতায়া এ প্রশিক্ষণ হয়।

এসআরডিআই টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা উৎপল কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৃত্তিকা গবেষণা ও গবেষণা সুবিধা জোরদারকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো আবদুল বারী, বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা দুলাল উদ্দিন, এসআরডিআই টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা  মোহসানা আক্তার।

এ সময় টাঙ্গাইল জেলার ৫টি উপজেলার ৫০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রশিকক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ ২ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত চলবে।