টাঙ্গাইলে র্যাবের পৃথক অভিযানে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির পাচার হওয়া দশ বস্তা চালসহ একজন, দশ কেজি গাজাসহ দুইজন, এবং ৯৮ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে ও আজ ভোরে র্যাবের এসব পৃথক অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, গতকাল রাত সোয়া ১১টায় সদর উপজেলার পোড়াবাড়ী বাজারের একটি গুদাম ঘরে পাচার করা সংরক্ষিত সরকারী খাদ্য বান্ধব কর্মসূচির দশ বস্তা চালসহ বড়বেলতা গ্রামের মুকুল মন্ডল নামে চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। অপরদিকে, আজ ভোরে বঙ্গবন্ধুসেতু-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাসে অভিযান চালিয়ে দশ কেজি গাজাসহ ব্রাহ্মনবাড়িয়ার কসবা থানার রুবেল ও সুমন মিয়া নামের দুই মাদক চোরাবারবারীকে এবং শহরের কান্দাপাড়া এলাকায় ৯৮ লিটার দেশীয় চোলাই মদসহ শংকর ও সুশান্ত নামের দুই মাদক চোরাবারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।