ঢাকা, শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৬ই অগ্রহায়ণ ১৪৩১

টাঙ্গাইল বিএনপির সভাপতি শাহীন সম্পাদক ফরহাদ

হাসান সিকদার, টাঙ্গাইল | প্রকাশের সময় : বুধবার ২ নভেম্বর ২০২২ ১০:৪৫:০০ পূর্বাহ্ন | দেশের খবর
 
টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলনে হাসানুজ্জামিল শাহীন সভাপতি ও এ্যাডভোকেট ফরহাদ ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌরসভার ৩ নং ওয়ার্ডের পশ্চিম আকুর-টাকুর পাড়া ঈদগাঁ মাঠে আয়োজিত সম্মেলনে প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন ও পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট ২৩টি ইউনিটের ২৩২৩ জন ডেলিগেট ভোটাধিকার প্রয়োগের কথা থাকলে ভোট দেন ২১১৫ জন ডেলিগেট।
মঙ্গলবার রাতে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
ফলাফলে ১৩৮২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন। তার প্রতিদ্বন্দ্বি আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আলী ইমাম তপন পেয়েছেন ৫৮৭ আর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু পান ৭৭ ভোট। এছাড়া ১২৬০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু পান ৭৯১ ভোট।
এর আগে গত (৩ আগস্ট) পুরোনো আহ্বায়ক কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। কেন্দ্র ঘোষিত ওই আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠণের জন্য ১ নভেম্বর সম্মেলনের দিন ধার্য করেন। পরবর্তীতে ২২ অক্টোবর বিকেল ৩ টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্মেলনে ভোট গ্রহণের জন্য মনোনয়নপত্র বিতরণ করেন নির্বাচন কমিশন। ২৩ অক্টোবর বিকেল ৩টা রাত ৯টা পর্যন্ত চলে মনোনয়নপত্র দাখিল। ২৪ অক্টোব বিকেল ৩ টা থেকে ৬ পর্যন্ত যাচাই বাছাই,একইদিন ৬টা থেকে ৯ পর্যন্ত চলে প্রত্যাহার আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। এতে সভাপতি পদে আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আলী ইমাম তপন আর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু। সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল আর আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে মনোনয়নপত্র জমা ও বৈধ হয়। বিএনপি সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম রিপন।