ঢাকা, সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৬শে কার্তিক ১৪৩১

টেকনাফ পৌরসভায় ইভিএম- এ ভোট চলছে...

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ২৬ ডিসেম্বর ২০২১ ১২:১০:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

টেকনাফ পৌরসভায় প্রথমবারের মতো শান্তিপুর্নভাবে ইভিএম- এ ভোট চলছে। সকাল ৮ টায় ভোট গ্রহন শুরু হয়েছে। টেকনাফ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮ টায় দেখা যায়, মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। লাইনে লাইনে প্রার্থীরা ভোটারদের কাছে দ্বারস্থ হচ্ছেন। যে যার মতো করে ভোট প্রার্থনা করছেন।

 

তবে ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ায় অনেকটা ধীর গতি লক্ষ্য করা গেছে। 

 

টেকনাফ পৌরসভার ২ নং ওয়ার্ডের এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাফর আলম ভোট প্রদান শেষে জানান, খুব সহজ পদ্ধতিতে ভোট প্রদান করেছি। প্রথমবার ইভিএম- এ ভোট দিতে পেরে ভালই লাগছে। আগের মতো সিল এবং কাগজ নিয়ে ঝামেলা পোহাতে হচ্ছেনা।

এদিকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের জন্য এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, বিজিবি,  র্যাব টহল জোরদার রয়েছে। টেকনাফ পৌর মেয়র ও আওয়ামীলীগের মনোনিত নৌকার প্রার্থী হাজী মো. ইসলাম বলেন, হানাহানির ভোট চাইনা। মেয়র যে হোক সে পৌরসভার নাগরিক।  সুস্থভাবে ভোট হউক তা চাই।