ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

ট্রাম্পের স্বাস্থ্য মন্ত্রিসভায় টিকাবিরোধী রবার্ট কেনেডি জুনিয়র

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশের সময় : শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪ ১০:৩৭:০০ পূর্বাহ্ন | আন্তর্জাতিক

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাস্থ্যমন্ত্রী হিসেবে টিকাবিরোধী মন্তব্যের জন্য পরিচিত রবার্ট এফ কেনেডি জুনিয়রকে মনোনীত করেছেন। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক ঘোষণায় ট্রাম্প বলেন, "রবার্ট কেনেডির নাম ঘোষণা করতে পেরে আমি আনন্দিত।" এই মনোনয়নের মধ্য দিয়ে ট্রাম্পের মন্ত্রিসভায় আরেকটি বিতর্কিত পদক্ষেপ যুক্ত হলো যা দেশজুড়ে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

রবার্ট কেনেডি জুনিয়র টিকা নিয়ে তার দ্বিধাপূর্ণ অবস্থানের জন্য আলোচিত। তিনি বিশ্বাস করেন, শিশুদের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে এবং এটি শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে কোভিড–১৯ টিকা নিয়ে তিনি প্রাণঘাতী প্রভাবের কথা উল্লেখ করেছেন। যদিও এসব দাবির পক্ষে তিনি এখনো কোনো বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

ট্রাম্পের ঘনিষ্ঠ পরিবেশে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং পরিবেশ সুরক্ষা নিয়েও কাজ করেছেন। এবারের নির্বাচনে তিনি নিজেও রিপাবলিকান প্রার্থী হতে চেয়েছিলেন তবে ট্রাম্পের জন্য প্রার্থিতা ছেড়ে দেন। ট্রাম্প বলেছেন, স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন আনার ক্ষেত্রে কেনেডি সক্রিয় ভূমিকা রাখবেন।

স্বাস্থ্য ও মানবসেবাবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে হলে তাকে মার্কিন সিনেটের অনুমোদন পেতে হবে। বর্তমানে সিনেট রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে থাকায় এটি অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৭০ বছর বয়সী কেনেডি স্বাস্থ্য ব্যবস্থায় কড়াকড়ি আরোপ এবং নাগরিকদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে চান।

ট্রাম্প তার বিবৃতিতে বলেছেন, "রবার্ট কেনেডি যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী ও স্বাস্থ্যকর দেশ হিসেবে গড়ে তুলবেন।" আগামী জানুয়ারিতে শপথ গ্রহণের পর ট্রাম্প নিজের প্রশাসনের দায়িত্ব তুলে নিতে প্রস্তুতি নিচ্ছেন এবং ইতিমধ্যে কিছু বিতর্কিত নিয়োগ নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে উদ্বেগও তৈরি হয়েছে।

 

বায়ান্ন/এএস