ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

ধানমন্ডিতে ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | প্রকাশের সময় : শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪ ১০:০২:০০ পূর্বাহ্ন | জাতীয়

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে, যেখানে যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক এ কে এম আব্দুর রশিদ (৮৫) ছুরিকাঘাতে নিহত হয়েছেন এবং তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ১০টার পর ধানমন্ডির ২৯৪/১, ৮/১ বাসার পাঁচতলার দ্বিতীয় তলায়। জানা যায়, রাতে অস্ত্রসহ ডাকাতদল বাসায় প্রবেশ করে এবং সেখানে উপস্থিত এ কে এম আব্দুর রশিদ ও তাঁর স্ত্রী সুফিয়া রশিদকে জিম্মি করে। প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় ডাকাতদল তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়, যার ফলে চিকিৎসক আব্দুর রশিদ গুরুতরভাবে আহত হয়ে নিহত হন এবং সুফিয়া রশিদ আহত হন।

প্রতিবেশী ও বাসার ভাড়াটিয়া বাঁধন জানান, "এ কে এম আব্দুর রশিদ ও তাঁর স্ত্রী প্রতিবছর লন্ডন থেকে দেশে আসেন। তাঁরা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ঢাকায় থাকেন।" তিনি আরো বলেন, "ডাকাতরা তাদেরকে আক্রমণ করার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করা হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।"

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে এ কে এম আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন। আহত সুফিয়া রশিদ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, "মরদেহ মর্গে রাখা হয়েছে এবং এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।"

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এবং আইন-শৃঙ্খলা বাহিনী ডাকাতদলকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।

 

বায়ান্ন/এএস