ভারতের গণমাধ্যমে বাংলাদেশকে ঘিরে মিথ্যা তথ্য প্রচারের নিন্দা জানিয়ে সম্পর্ক উন্নয়নে আলাপ-আলোচনার তাগিদ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। গতকাল বিবিসি হিন্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এ ধরনের মিথ্যাচার বন্ধ করা প্রয়োজন এবং বরং দুই দেশের সম্পর্ক উন্নয়নে গঠনমূলক আলোচনা হওয়া জরুরি।
নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশের সংখ্যালঘুরা আমাদের নাগরিক। তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। এ বিষয়ে ভারতের হস্তক্ষেপের প্রয়োজন নেই বরং ভারতের উচিত ছিল জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া গণহত্যার বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করা।
তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক মহল গণহত্যা প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করলেও ভারত সে বিষয়ে নিরব থেকেছে।
উপদেষ্টা নাহিদ ইসলাম এ সময় জানান, সংখ্যালঘু নিরাপত্তা বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, যা কারণে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে এবং সংখ্যালঘুরা আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট, তিনি বলেন।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন যে, আগের সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে রাজনীতি করায় তাদের মধ্যে আস্থা কমে গিয়েছিল। এখন সরকার এ সমস্যাগুলো সমাধানে কাজ করছে, তবে কিছুটা সময় প্রয়োজন।
বায়ান্ন/এএস/একে