ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১
দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম

তথ্য প্রযুক্তির মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার উন্মোচন সম্ভব

ইউসুফ আলী, দিনাজপুর | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ০২:৫৫:০০ অপরাহ্ন | দেশের খবর

বৃহস্পতিবার দিনাজপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয়ের আয়োজনে এবং বিসিক ঢাকা বিপণন বিভাগ এর সহযোগিতায় ‘চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিসিক দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-মহা ব্যবস্থাপক মো. জাহেদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। 

এসময় তিনি বলেন বলেন, পূর্বের সিস্টেম পরিবর্তন করে তথ্য প্রযুক্তির মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার উন্মোচন সম্ভব। এজন্য আমাদের তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। বেকারত্ব কমলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ে। চতুর্থ শিল্প বিপ্লব যদি দক্ষতাভিত্তিক কর্মসংস্থান তৈরী হয় তাহলে এটি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তরান্বিত করবে। 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিসিক বিপণন বিভাগ ঢাকার ব্যবস্থাপক মোঃ নাজমুল হোসেন, বিসিক রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের বিশেষজ্ঞ মো. রাশেদুল ইসলাম। মূল প্রবন্ধ পাঠ করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. আহসান হাবিব। স্বাগত বক্তব্য রাখেন বিসিক দিনাজপুর জেলা কার্যালয়ের উপ ব্যবস্থাপক চারু চন্দ্র বর্মন।

প্রবন্ধের উপর মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, ব্যবসায়ী মিজানুর রহমান পাটোয়ারী বাবু, উইম্যান চেম্বার দিনাজপুরের সভাপতি জান্নাতুস সাফা শাহিনুর, জেলা উদ্যোক্তা এসোসিয়েশনের সভাপতি সম্পা দাস মৌ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রওনাকুল ইসলাম, মধু চাষ উদ্যোক্তা মোসাদ্দেক বি ফার্ম এর স্বত্ত্বাধিকারী মোসাদ্দেক হোসেন, সাংবাদিক খাদেমুল ইসলাম, বিসিক হেড অফিসের রাকেশ নাগ, দিনাজপুর অনলাইন শপিং গ্রুপের জাকিয়া বিশ্বাস সিম্মি। 

সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিসিক দিনাজপুর জেলা কার্যালয়ের হিসাব রক্ষক আব্দুল্লাহ আল মামুন।

বায়ান্ন/প্রতিনিধি/একে