রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে উত্তাল শিক্ষার্থীরা। সড়ক ও রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচি থেকে আপাতত সরে এসে মঙ্গলবার (১৯ নভেম্বর) তারা পালন করছেন ‘কলেজ ক্লোজ ডাউন’ কর্মসূচি। তবে, দাবি মেনে নেওয়ার সুনির্দিষ্ট আশ্বাস না পেলে বুধবার থেকে ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’ কর্মসূচি শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে।
দুপুর পৌনে ১২টার দিকে কলেজের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক মতিউর রহমান জয়। তিনি জানান, “আজকে সরকারের শীর্ষ পর্যায়ে আমাদের দাবিগুলো নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। আমাদের প্রতিনিধি দলও সেখানে থাকবে। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তবে বুধবার সকাল ১১টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি শুরু হবে।”
ব্রিফিং শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে প্রাঙ্গণ প্রকম্পিত করে তুলেন। তাদের মুখে ছিল, “তিতুমীরের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই,” “টিসি না টিইউ, টিইউ টিইউ,” “অধ্যক্ষ না ভিসি, ভিসি ভিসি” ইত্যাদি।
‘কলেজ ক্লোজ ডাউন’ কর্মসূচির কারণে তিতুমীর কলেজে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রমও। শিক্ষার্থীরা সতর্ক করে বলেছেন, “প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের অপেক্ষায় আজ শুধু ক্লোজ ডাউন কর্মসূচি চলবে। যদি কোনো চক্রান্ত হয়, তবে তাৎক্ষণিকভাবে বারাসাত ব্যারিকেড কর্মসূচি শুরু হবে।”
কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কলেজ ক্যাম্পাসের বাইরে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে প্রয়োজনে আরও বড় কর্মসূচি ঘোষিত হবে।
বায়ান্ন/এএস