জামালপুর সদর উপজেলার দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের আইসিটি শিক্ষক আহসান উল্লাহ (জুলহাস) জাল সনদে চাকুরির মাধ্যমে অর্থ আত্মসাৎ মামলায় এখন কারাগারে রয়েছেন। জানা যায়, তিনি ওই কলেজে জাল সনদ ব্যবহার করে আইসিটি শিক্ষক হিসেবে চাকুরি করে আসছিলেন। ২০০৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত সরকারের ৪৬ লক্ষ ৫৩ হাজার ৮শ’ ৫০ টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে জেলা দুদকের উপ-পরিচালক মলয় কুমার সাহা ২০২৩ সালের ২৫ জুলাই তার বিরুদ্ধে সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করেন। জেলা দুদকের সহকারী পরিচালক কামরুজ্জামান ওই মামলার তদন্ত করে অর্থ আত্মসাতের সত্যতা পান। তিনি ২০২৪ সালের ৩০ এপ্রিল তার বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন। গত ২ জুলাই আদালতে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। সেই দিনই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ওই দিন থেকে কলেজ কর্তৃপক্ষ ওই শিক্ষককে সাময়িক অব্যহতি প্রদান করে চিঠি ইস্যু করে। সে সময় থেকেই তিনি পলাতক ছিলেন। গত ২৩ সেপ্টেম্বর জামিনের জন্য আদালতে উপস্থিত হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠান।