ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

দিনাজপুরে অনুষ্ঠিত হলো উচ্চ ফলনশীল জাতের পেয়াজের মাঠ দিবস

ফখরুল হাসান পলাশ দিনাজপুর | প্রকাশের সময় : বুধবার ৬ এপ্রিল ২০২২ ০১:৩৬:০০ অপরাহ্ন | কৃষি ও প্রকৃতি

দেশে পেয়াজের ঘাটতি নিরসনে কৃষি অফিসসহ বেসরকারী প্রতিষ্ঠান গুলো কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইউনাইটেড সীডের “রঙ্গিলা-৭” নামের একটি উচ্চ ফলনশীল পেয়াজের জাত কৃষকদের মাঝে ছড়িয়ে দিয়েছে।

বুধবার সকালে দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল দক্ষিন প্রাননগর গ্রামে উক্ত রঙ্গিলা-৭ নামের পেয়াজটির মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার আবুরেজা মোঃ আসাদুজ্জামান, ইউনাইটেড সীডের এরিয়া ম্যানেজার হোসেন আল মাসুদ, মার্কেটিং এক্সিকিউটিভ আব্দুস ছালাম, বীজ ব্যবাসায়ী রাসেদুর নবীসহ স্থানীয় কৃষক।

সংস্লিষ্টদের দাবী রঙ্গিলা-৭ নামের এই উচ্চ ফলনশীল জাত প্রতি বিঘায় ১৫০ মন ফলন পাওয়া যায়। যা দেশের প্রচলিত আবাদকৃত পেয়াজের দ্বিগুনেরও বেশি ফলন হবে। এই পেয়াজ আবাদে একদিকে যেমন পেয়াজের ঘাটতি পূরন হবে পাশাপাশি কৃষক ব্যপকভাবে লাভবান হবেন।