ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

দিনাজপুরে হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর : | প্রকাশের সময় : মঙ্গলবার ৪ জানুয়ারী ২০২২ ০৫:১৬:০০ অপরাহ্ন | দেশের খবর

 

দিনাজপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল থেকে গতকাল সোমবার দুপুরে চুরি হওয়া নবজাতককে ২৪ ঘন্টা পর উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের বড় জয়দেবপুর গ্রাম থেকে উদ্ধার করে। এসময় নবজাতককে চুরির অভিযোগে শিউলি আরা নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশকে জানায়- শিউলির বর্তমানে দ্বিতীয় স্বামীর সাথে সংসার করছে। প্রথম ঘরে সন্তান থাকলেও দ্বিতীয় ঘরে কোন সন্তান না থাকায় তিনি ওই নবজাতককে চুরি করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। শিউলির স্বামী মোস্তাফিজুর রহমান একজন ট্রাক্টর চালক।

পুলিশ জানায়, শিউলির ঘরে শিশুর কান্না শুনে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা গোপনে পুলিশকে খবর দিলে পুলিশ ওই নবজাতককে উদ্ধার করে। পরে শিশুর স্বাস্থ্য পরীক্ষা শেষে নবজাতককে তার মায়ের কাছে হস্তান্তর করে। 

উল্লেখ্য, গতকাল সকালে জায়েদা বেগম নামে এক প্রসুতি দিনাজপুর জেনারেল হাসপাতাল ওই নবজাতকের জন্ম দেন। দুপুরে প্রসুতির বোন হাজেরা বেগম নবজাতককে রেখে টয়লেটে গেলে ঐ মহিলা নবজাতককে নিয়ে পালিয়ে যায়।