ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

দুর্নীতিমুক্ত সিলেট নগর ভবন গড়ে তোলার স্বপ্ন দেখছেন বাবুল

এমএ রহিম, সিলেট: | প্রকাশের সময় : শুক্রবার ১৯ মে ২০২৩ ১০:০৫:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন



নগর ভবন হচ্ছে নাগরিকদের সেবা দেওয়ার একটি প্রতিষ্ঠান। এই ভবন হবে সম্পূর্ণভাবে নাগরিক বান্ধব। আর নাগরিক বান্ধব হিসেবে নগর ভবনকে প্রতিষ্ঠা করতে দুর্নীতিমুক্ত নগর ভবন গড়ে তোলা হবে। এজন্যে নগরবাসীর সহযোগিতা নেয়া হবে। নগর ভবনকে দুর্নীতিমুক্ত করতে যেকোনো ত্যাগ স্বীকার করা হবে।


সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল দৈনিক বায়ান্নকে জানিয়েছেন মেয়র নির্বাচিত হলে সিলেট মহানগর নিয়ে অনেক স্বপ্নের কথা। যার মধ্যে অন্যতম হচ্ছে নগর ভবনকে দুর্নীতিমুক্ত করা। জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর জাতীয় পার্টিও আহŸায়ক নজরুল ইসলাম বাবুল দৃঢ়তার সাথে দুনীর্তিমুক্ত নগর ভবন প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন।

বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম বাবুল জানাচ্ছিলেন, জন্মের পর থেকে এই নগরীতে হেসে খেলে বড় হয়েছেন। শিশুকালে সিলেট শহরকে দেখেছেন একরকম। কৈশরে আরেক রকম। যৌবনে দেখেছেন অন্যরকম। ৫৮ বছর বয়সে এখন সিলেট নগরীকে দেখছেন ভিন্ন এক রূপে। অতীতে সিলেট শহরের যে রূপ ছিল-তা বিলিন হয়ে গেছে। সবুজের সমারোহে আচ্ছাদিত সিলেট নগরী এখন বসবাসে অযোগ্য হয়ে পড়েছে। অপরিকল্পিত নগরায়নের কারণে সিলেট শহর তার ঐতিহ্য হারাতে বসেছে। এই নগরীর মেয়র ছিলেন আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান। ১০ বছর মেয়র ছিলেন তিনি। কিন্তু কাক্সিক্ষত কোনো নাগরিক সেবা দিতে পারেননি। বিএনপির আরিফুল হক চৌধুরী মেয়র ছিলেন ১০ বছর। এই ১০ বছরে তিনি কি উপহার দিয়েছেন-তা নগরবাসীর অজানা নয়। সরকার অনেক টাকা দিয়েছে। কোথায় ব্যয় হয়েছে-তা বোধগম্য হচ্ছে না। উন্নয়ন যা হয়েছে-তার সবই অপরিকল্পিত। অপরিকল্পিত উন্নয়নের কারণে সিলেট শহর এখন বন্যাকবলিত শহর হিসেবে পরিচিত লাভ করেছে। একটু খানি বৃষ্টি হলে রাস্তায় পানি থৈথৈ করে। ঘরবাড়িতে পানি ঢুকে যায়। গত বছর স্মরনকালের বন্যা হয়েছে সিলেট নগরীতে। এতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। নজরুল ইসলাম বাবুলও ওই বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বলে জানালেন। এই অবস্থার জন্যে দায়ি-অপরিকল্পিত উন্নয়ন।

বাবুল জানাচ্ছিলেন, নগরীর অনেক ড্রেন তৈরি হয়েছে অপরিকল্পিতভাবে। আরসিসি ঢালাই দিয়ে অধিকাংশ ড্রেন উচু-নিচু করে তৈরি করা হয়েছে। এতে পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হয়। ফলে নগরজুরে দেখা দেয় জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার করণে নাগরিকরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন। নাগরিকরা টেক্স দিয়ে দুর্ভোগের শিকার হবেন-এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এই অবস্থার অবসান ঘটাতে হবে। এছাড়া নানান কারণে সিলেট নগরী নাগরিকদের কাছে বসবাস অযোগ্য হিসেবে দেখা দিয়েছে। এসব অবস্থার অবসান ঘটিয়ে পরিকল্পিত নগর গড়ে তুলতে এবং নাগরিক সেবায় নিজকে নিবেদিত করতে লাঙ্গল প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্ব›িদ্বতায় নেমেছেন তিনি।