কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা হামলায় আট যাত্রী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় দ্বিতীয় দফা রিমান্ড শেষে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, যুগ্ম সচিব কিবরিয়া এবং আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (১৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা সুলতানা মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই মশিউর আলম জানান, দুই দফায় চার দিনের রিমান্ডে আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।
২০১৫ সালে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে চৌদ্দগ্রামে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় আটজন নিহত হন। এ ঘটনায় তৎকালীন চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জামায়াতে ইসলামীর নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ বিএনপি-জামায়াতের ৬৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
পরবর্তীতে, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বাসের মালিক আবুল খায়ের ১১ সেপ্টেম্বর একটি নতুন মামলা করেন। এতে আওয়ামী লীগের সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদসহ ১৩০ জনের নাম উল্লেখ করা হয়।
গত সোমবার (১১ নভেম্বর) আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হলে প্রথম দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। দ্বিতীয় দফায় আরও দুই দিনের রিমান্ড শেষে শুক্রবার তাদের কারাগারে পাঠানো হয়।
বায়ান্ন/এএস