ঢাকা, শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২রা অগ্রহায়ণ ১৪৩১

আগামীর বাংলাদেশ: ন্যায়বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার প্রতিশ্রুতি: প্রধান উপদেষ্টা

আহমেদ শাহেদ | প্রকাশের সময় : শনিবার ১৬ নভেম্বর ২০২৪ ১১:২৭:০০ পূর্বাহ্ন | জাতীয়

তরুণ প্রজন্মের আওয়াজে নতুন দিনের প্রতিচ্ছবি তুলে ধরে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার এবং বাকস্বাধীনতার।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, “তরুণরা আজ এমন একটি সমাজের স্বপ্ন দেখছেন, যেখানে সবার জন্য সমান অধিকার নিশ্চিত হবে। তারা শুধু স্বপ্ন দেখেই থেমে নেই; ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় আওয়াজ তুলেছে। আগামীর বাংলাদেশ সেই স্বপ্নের প্রতিফলন ঘটাবে।”

তিনি বিদেশি অতিথিদের আহ্বান জানিয়ে বলেন, “আপনারা বাংলাদেশের রাস্তায় হাঁটুন, তরুণদের চোখে ভবিষ্যতের যে আলোর ঝলকানি, তা অনুভব করবেন। তরুণরা আমাদের দেখিয়েছে কীভাবে একটি নতুন বিশ্ব গড়া যায়।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “তরুণ প্রজন্ম আমাদের শিখিয়েছে কীভাবে নতুন ভাবনায় এগিয়ে যেতে হয়। তাদের এই চেতনা থেকে আমরা কেবল বাংলাদেশ নয়, একটি নতুন বিশ্ব গড়ার কথা ভাবতে পারি।”

অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য ছিল: তরুণদের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের সম্ভাবনা এবং আন্তর্জাতিক সহযোগিতা। 

 

বায়ান্ন/এসএ