ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

বকেয়া বেতন পেলেন টিঅ্যান্ডজেডের শ্রমিকরা, শনিবার খুলছে কারখানা

অনিক কর্মকার | প্রকাশের সময় : শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪ ০৭:১৪:০০ অপরাহ্ন | জাতীয়

সরকারের সহায়তায় নির্ধারিত সময়ের তিন দিন আগেই গাজীপুর সিটি করপোরেশনের টিএনজেড গ্রুপের ৫টি কারখানার ৩ হাজার ৬২০ জন শ্রমিক এবং ১২০ জন স্টাফের বকেয়া এক মাসের বেতন পরিশোধ করেছে কারখানা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রমিকদের বিকাশ অ্যাকাউন্টে এ বেতন পরিশোধ করা হয়। 

কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, যথারীতি শনিবার (১৬ নভেম্বর) থেকে কারখানাগুলো পুনরায় চালু হবে।

টিএনজেড অ্যাপারেলস গ্রুপের চেয়ারম্যান হেদায়তুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, প্রথম দফায় শ্রমিকদের বকেয়া ৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। শনিবার থেকে কারখানাগুলো পুনরায় চালু হবে। আমি আশা করছি, শ্রমিকরা কাজে ফিরবেন এবং উৎপাদন শুরু করে ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা করবেন। আমরা বড় বিনিয়োগ করেছি এবং ব্যাংকের সুদ পরিশোধে আমাদের অর্থ সংকট হয়েছে। এক্সপোর্ট বিপ্ল আপ ফান্ড থেকে শ্রমিকদের বেতন দেওয়ার চেষ্টাও করেছিলাম, কিন্তু তা সম্ভব হয়নি।

এদিকে বেতন পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিকরা। কারখানার এক নারী শ্রমিক বলেন, ‘রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছে। আমরা সবাই খুশি।’

উল্লেখ্য, গত ৯ নভেম্বর সকাল ৯টা থেকে টিএনজেড গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে উভয় মহাসড়কে ভয়াবহ যানজট দেখা দেয়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ, বাধাগ্রস্ত হয় পণ্য পরিবহন।

বায়ান্ন/একে