হবিগঞ্জের নবীগঞ্জ থানাধীন এলাকায় জুয়া খেলার সরঞ্জামসহ ৯ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত পৌনে ১২টার দিকে নবীগঞ্জ সদর মডেল থানাধীন নবীগঞ্জ সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জাহির উল্লার ছেলে রাজা মিয়া (৫০), আব্দুর রহিমে ছেলে ইলাছ উদ্দিন (২৬), ধানেশ উল্লার ছেলে আবু ছালেক মিয়া (২৮), আব্দুর নুরের ছেলে আব্দুস সামাদ (২৩), মুসা মিয়ার ছেলে শিপন মিয়া (২৩), হান্দু মিয়ার ছেলে আলমগীর (২৯), তাজ উদ্দিনের ছেলে আম্বর উদ্দিন (৩০), মৃত তাহের উল্লার ছেলে সেলিম মিয়া (৩৮), মৃত নুর মিয়ার ছেলে সবুজ মিয়া (২৯), গ্রেপ্তারকৃত সকলেই চৌশতপুর গ্রামের বাসিন্দা।
অভিযান ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ.
তিনি জানান, পুলিশের এই বিশেষ অভিযানের সময় জুয়া খেলার সরঞ্জাম ২০৮টি তাস এবং নগদ ৮ হাজার ২১০ টাকা উদ্ধার করে তা জব্দ করা হয়।