ঢাকা, বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১লা ফাল্গুন ১৪৩১

নরডিক রাষ্ট্রদূতদের সাথে পরিবেশ উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৬:০০ পূর্বাহ্ন | জাতীয়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেন, নরওয়ে এবং ডেনমার্কের প্রতিনিধিদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৪) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সুইডেনের মান্যবর রাষ্ট্রদূত Nicolas Weeks, নরওয়ের রাষ্ট্রদূত Hakon Arald Gulbrandsen, এবং ডেনমার্কের ডেপুটি হেড অব মিশন Anders Karlsen। তাঁরা মাননীয় উপদেষ্টাকে আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ‘নরডিক ডে’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। মাননীয় উপদেষ্টা আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানের সাফল্যের জন্য শুভকামনা জানান।

বৈঠকে নরডিক রাষ্ট্রদূতগণ পরিবেশ রক্ষায় বাংলাদেশের সাথে অংশীদারিত্ব বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। তাঁরা জীববৈচিত্র্য রক্ষা, নদী দূষণ প্রতিরোধ এবং নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে তাদের সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশের পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন। তিনি নরডিক দেশগুলোর সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এই বৈঠকটি বাংলাদেশ-নরডিক সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

 

বায়ান্ন/এএস