১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের দুইবারের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন উঠান বৈঠকের মাধ্যমে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগাম নৌকার মাঠ গোচাচ্ছেন। এ উপলক্ষ্যে ঢাকায় সংসদীয় কার্যক্রম শেষে নিজ নির্বাচনী এলাকায় ফিরে এসে প্রতিদিনই পৌরসভা সহ ১৩টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক করছেন। নান্দাইল নির্বাচনী এলাকায় মহিলা ভোটারের সংখ্যা বেশি হওয়ায় নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সফলতা পৌঁছে দেওয়া, তাদের মতামত জানা ও তাদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে উঠান বৈঠকের মাধ্যমে মহিলাদের সাথে মতিবিনিয়ম চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী সহ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন। গত রোববার ও শনিবার উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়া, দেউলডাংরা ও রায়পাশা গ্রামের মা ও বোনদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এসময় এমপি তুহিন বলেন, শেখ হাসিনাই এদেশের নারীদের ভাগ্যোন্নয়নে কাজ করেছেন। বিধবা ভাতা, বয়স্ক মহিলাদের জন্য ভাতা, গর্ভবতী মহিলাদের জন্য ভাতা, মহিলাদের চাকরিতে অগ্রাধিকার প্রদান করে দেশের উন্নয়ন কাজে সম্পৃক্ত করেছেন। তাই শেখ হাসিনার উন্নয়ন ধরে রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকার জয় সুনিশ্চিত করতে হবে। উক্ত উঠান বৈঠকে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নান্দাইল উপজেলা মহিলা লীগের সভাপতি মনোয়ারা জুয়েল, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার, মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান তাসলিমা আক্তার শিউলি, জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন মন্ডল, উপজেলা আওয়ামীলীগ নেতা হারুন রশীদ মিন্টু, মোঃ দেলোয়ার হোসেন দিলু, যুব মহিলা লীগের আহ্বায়ক আমিনা ইয়াছমিন হিমা, মহিলা শ্রমিক লীগের নেত্রী হাসনা আক্তার, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অত্র ওয়ার্ডের সর্বস্তরের মা ও বোনেরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কর্মী সন্মেলন শেষ করেছেন।