ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

নিজস্ব পদ্ধতিতে ইবির ধর্মতত্ত্বের ভর্তির আবেদন শুরু

আর আই রাজিব: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১১ মে ২০২৩ ০৬:৩৮:০০ অপরাহ্ন | শিক্ষা


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ডি" ইউনিটের প্রথম বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন বুধবার (১০ মে) থেকে শুরু হয়ে চলবে ২১ মে রাত ১২ টা পর্যন্ত।  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জুন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান সই করা এক ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের অধীন চারটি বিভাগে ৩২০টি আসন রয়েছে। ২০২১ অথবা ২০২২ সালে উচ্চমাধ্যমিক সমমান এবং ২০১৮, ২০১৯, ২০২০ সালে মাধ্যমিক সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি নির্দেশিকা আবেদন করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে ভর্তির আবেদন করা যাবে। শিক্ষার্থীদের মোবাইল/অনলাইন ব্যাংকিং সেবার (বিকাশ/নগদ/রকেট) মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন ফি জমা দিতে হবে।

এ বছর ১ হাজার ৩৫০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। এমসিকিউ পদ্ধতিতে ৮০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ কাটা যাবে।

প্রসঙ্গত, ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) থেকে জানা যাবে।