সিলেটের সাংবাদিক জসিম উদ্দিন জান-মালের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরি নম্বর ১৫৪৩। ৩১ ডিসেম্বর সিলেটের শাহপরাণ (রহ.) থানায় ওই ডায়েরি করা হয়েছে।
সাধারণ ডায়েরিতে জসিম তার জীবনের নিরাপত্তার পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়েছেন।
জিডিতে সিলেট শহরতলির বাহুবল এলাকার ফয়ছল কাদিরকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয় ফয়ছল কাদির একজন প্রতারক প্রকৃতির মানুষ। নিরীহ লোকজনকে জিম্মি করে নানান ধরনের ফায়দা হাসিল করে। অন্যথায় টার্গেট ব্যক্তির বিরুদ্ধে নানান অপপ্রচার চালায়। মিথ্যা মামলায় ফাসিয়ে দেয়।
ফয়ছল কাদির সম্প্রতি সাংবাদিক জসিম উদ্দিনকে টার্গেট করে ফায়দা হাসিলের জন্যে পাঁতারা চালায়। ফায়দা হাসিলে ব্যর্থ হয়ে সাংবাদিক জসিমের বিরুদ্ধে নানান অপপ্রচার চালাতে শুরু করে। এই জন্যে ব্যবহার করা জয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। এক পর্যায়ে সাংবাদিক জসিমকে জীবন নাশের হুমকী দিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাসিয়ে দেয়ার হুমকী দেয়। এই অবস্থায় সাংবাদিক জসিম সরাসরি ফয়ছল কাদিরের সাথে ৩০ ডিসেম্বর যোগাযোগ করে ওইসব অপততপরতার কারণ জানতে চান। এসময় ফয়ছল কাদিরের সাথে আরো ৩-৪ জন ব্যাক্তি ছিল। ফয়ছল কাদির অনেকটা ক্ষিপ্ত হয়ে চরম হুমকী দেয় সাংবাদিক জসিমকে। এই অবস্থায় সাংবাদিক জসিম নিরাপত্তাহীনতায় পড়ে ৩১ ডিসেম্বর থানায় সাধারণ ডায়েরি করেছেন।