নড়াইলে বিদেশগামী কর্মীদের তিনদিনব্যাপী প্রাক-বহির্গমন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) আয়োজনে সোমবার (৩১ অক্টোবর) দুপুরে টিটিসি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক মোহাম্দ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ যশোর-নড়াইল অঞ্চলের সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান, জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক কাজী হাসানুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুসহ অনেকে।
বক্তারা বলেন, বিদেশ যাওয়ার আগে ভালো ভাবে প্রশিক্ষণ নিতে হবে। তাহলে বিদেশে গিয়ে সহজে কেউ হয়রানি বা প্রতারণার শিকার হবেন না। কষ্টার্জিত অর্থ সঠিক ভাবে দেশে পাঠাতে পারবেন। এজন্য সরকার প্রশিক্ষণের মাধ্যমে বিদেশ গমনে উবুদ্ধ করছে। #