ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

পঞ্চগড়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

একেএম বজলুর রহমান,পঞ্চগড় | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ০৬:৩৬:০০ অপরাহ্ন | আইন-আদালত

 পঞ্চগড়ে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামী সলেমান আলীর (৫৪) মৃত্যু দন্ডাদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর বিচারক এসএম রেজাউল বারী এ আদেশ দেন। মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামী সলেমান আলী আটোয়ারী উপজেলার সুখ্যাতি এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৭ মে সলেমান আলী তার স্ত্রী জোসনা বেগম (৪২) কে তার শয়ন ঘরে এলোপাথারী কুপিয়ে হত্যা করে ঘরের দরজা জানালা বন্ধ করে পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের ভাই সহিদুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। ২০ হতে ২২ বছর আগে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা   এলাকার মৃত এন্তাজ আলীর মেয়ে জোসনা আটোয়ারী এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে সলেমান আলীর বিয়ে হয়।

জোসনা বেগমের ভাই ও মামলার বাদী সহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন পরে মামলার রায় হলেও এ রায়ে আমরা অনেক খুশি। আদালতের কাছে সর্বোচ্চ পেয়েছি। আমরা চাই অবিলম্বে এ রায় কার্যকর করা হবে। 

পঞ্চগড় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আদম সুফি জানান, আদালতের এই রায় ঘোষনায় বাদী পক্ষের লোকজন সন্তোষ প্রকাশ করে।

 

বায়ান্ন/এসএ