ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

পানি ব্যবস্থাপনা শিখতে ইউরোপ-আমেরিকা যেতে চান ১৬ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ৬ মার্চ ২০২২ ১০:৫৪:০০ পূর্বাহ্ন | জাতীয়

জাতীয় পানি ব্যবস্থাপনা পরিকল্পনার (এনডব্লিউএমপি) জন্য উপযুক্ত দেশ নেদারল্যান্ডস। অথচ এ কাজের জন্য ইউরোপ-আমেরিকা-অস্ট্রেলিয়া ভ্রমণের প্রস্তাব করা হয়েছে। বিদেশে প্রশিক্ষণ বাবদ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪০ লাখ টাকা। যেতে চান ১৬ কর্মকর্তা। এ সংক্রান্ত প্রস্তাবনা রয়েছে পরিকল্পনা কমিশনে। সোমবার (৭ মার্চ) বিশেষ প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় কমিশনের মত তুলে ধরা হবে।

প্রস্তাবিত ভ্রমণ তালিকায় আছে পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) ১১ জন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের পাঁচজন কর্মকর্তা। তবে নানান যুক্তি দেখিয়ে এমন প্রস্তাব বাতিল করার জন্য মতামত তুলে ধরেছে পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ।

পরিকল্পনা কমিশন জানায়, এ ধরনের প্রশিক্ষণের জন্য দক্ষ দেশ শুধু নেদারল্যান্ডস। এছাড়া বৈশ্বিক করোনা পরবর্তী চ্যালেঞ্জ ও সরকারের আর্থিক সাশ্রয়ের বিষয় বিবেচনা করে বৈদেশিক প্রশিক্ষণ বাদ দেওয়া হয়েছে। বিদেশ ভ্রমণ বাদ দিয়ে ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের (আইডাব্লিউএফএম) মাধ্যমে এ ধরনের শর্ট কোর্সের আয়োজন করা যেতে পারে। বৈদেশিক ও অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য প্রস্তাবিত বাজেটের বিস্তারিত বিভাজন প্রকল্পে সংযোজন করা প্রয়োজন।

প্রকল্পের মোট ব্যয় ৯ কোটি ৫৯ লাখ টাকা। অনুমোদনের পর এক বছরে বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের মূল কাজ বলতে পরামর্শক খাত, বৈদেশিক প্রশিক্ষণ ও স্থানীয় প্রশিক্ষণ। ব্যয় সরকারি কোষাগার থেকে মেটানো হবে। সেজন্য ভ্রমণের খাত এমন অহেতুক ব্যয় পরিহার করার পরামর্শ দিয়েছে কমিশন। এছাড়া টিম লিডারসহ ২০ জন সিনিয়র ও পাঁচজন জুনিয়র পরামর্শক (১৬৪ জনমাস) বাবদ ৪ কোটি ৫৮ হাজার ৩৬ হাজার টাকার সংস্থান রাখা হয়েছে। ওয়ারপো একটি বিশেষজ্ঞ সংস্থা হওয়া সত্ত্বেও এত সংখ্যক পরামর্শক নিয়োগের বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের ব্যাখ্যা চেয়েছে কমিশন।

প্রস্তাবিত প্রকল্পটি নিয়ে সোমবার (৭ মার্চ) নগরীর পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সভাকক্ষে বিশেষ প্রকল্প মূল্যায়ন কমিটির (এসপিইসি) সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সদস্য (সচিব) শরিফা খান। সভায় পরিকল্পনা কমিশনের মতামত তুলে ধরা হবে।

বিদেশ ভ্রমণ প্রসঙ্গে কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের যুগ্মপ্রধান (সেচ উইং) মুহা. এনামূল হক বলেন, বিদেশ ভ্রমণ নিয়ে সভায় আলোচনা হবে। শুধু যে নেদারল্যান্ডস বা অন্য কোনো দেশে যেতে হবে বিষয়টি তা নয়। বিষয়টি হলো ব্যয় কমাতে হবে। বিদেশে ট্রেনিং না করে নেদারল্যান্ডস থেকে প্রশিক্ষক আনতে পারি অথবা অনলাইনে ক্লাস করতে পারি। এতে দেশের টাকা সাশ্রয় হবে। মূলত এসব বিষয় তুলে ধরা হয়েছে। বুয়েটে এটা নিয়ে কাজ হচ্ছে। ওখান থেকেও প্রশিক্ষণ নেওয়া যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালায় আটজনের জন্য ৪০ লাখ টাকার সংস্থান রাখা হয়েছে প্রস্তাবনায়। দক্ষতা উন্নয়ন/সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালার বিস্তারিত বিবরণ এবং এ খাতে ব্যয়ের সুস্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন বলে জানায় কমিশন। বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা-২১০০ একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা, যার প্রধান উপজীব্য পানিসম্পদ ব্যবস্থাপনা। তাছাড়া পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ থেকে বদ্বীপ পরিকল্পনা ২১০০’র ওপর একটি অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে। এ অবস্থায় ‘জাতীয় পানি ব্যবস্থাপনা পরিকল্পনা’ শিরোনামে আরও একটি পরিকল্পনা প্রণয়ন কেন প্রয়োজন সে বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের ব্যাখ্যা চাওয়া হয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, প্রকল্পের আওতায় যানবাহন ভাড়া বাবদ ৬০ লাখ, স্টেশনারি বাবদ ৮ লাখ, মুদ্রণ ও বাঁধাই বাবদ ৮ লাখ টাকা সংস্থানের প্রস্তাব করা হয়। এখান থেকে কমিয়ে যানবাহন ভাড়া বাবদ ৪০ লাখ, স্টেশনারি বাবদ ১ লাখ, মুদ্রণ ও বাঁধাই বাবদ এক লাখ টাকা বরাদ্দ রাখা যেতে পারে বলে মত দিয়েছে কমিশন।

এছাড়া প্রকল্পের আওতায় প্যানেল অব এক্সপার্ট বাবদ ২০ লাখ টাকা, কর্মশালা সেমিনার বাবদ ২৯ লাখ, ৯ জনের স্থানীয় প্রশিক্ষণ বাবদ ৩৭ লাখ, জ্বালানি ও লুব্রিকেন্ট বাবদ ১০ লাখ, গ্যাস ও ফুয়েল বাবদ ১২ লাখ, প্রিন্টিং ও বাইন্ডিং বাবদ ৮ লাখ, সম্মানি বাবদ ২০ লাখ, আপ্যায়ন বাবদ ১০ লাখ, মাঠ পরিদর্শন বাবদ ১৫ লাখ, অনিয়মিত শ্রমিক বাবদ ১০ লাখ ও বিজ্ঞাপন বাবদ ৭ লাখ টাকার বরাদ্দ রাখার বিষয়ে মত কমিশনের।