ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

পিকালো রেস্টুরেন্টর কাছে ৪০ লাখ টাকার চাঁদা দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ০৬:৩১:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

"পিকোলো” রেস্টোরেন্ট এন্ড ক্যাফে"  ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ও তার পুত্র আদনান রফিকের নানাবিধ অত্যাচার, ব্যাবসায়িক পরিবেশ বিনষ্টকরণ, ক্ষমতার অপব্যবহারপূর্বক প্রভাব বিস্তার করে অপপ্রচার, উদ্দেশ্যমূলক মানহানি,  হয়রানির প্রতিবাদ ও অভিযোগ তুলে ধরেন পিকালো রেস্টুরেন্টর মালিক ফয়সাল আবেদীন ও তার অংশীদাররা।

 

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির মালিক ফয়সাল আবেদীন বলেন. মূলত রেস্টুরেন্টের মালিক আমরা তিনজন, আমাদের একজন অংশীদার ইমরান তাদের পূর্বপরিচিত ছিল আদনান রফিক, এর সুবাধে তার সহযোগিতার মাধ্যমে আই ই বি থেকে চুক্তিনামার মাধ্যমে রেস্টুরেন্ট করার জন্য স্পেসটি ভাড়া নিয়ে দেয়।রেস্টুরেন্ট ব্যবসাটি জমজমাট হওয়ার পর   পিতা  ও পুত্র  উক্ত স্পেসের ভাড়া সহ রেস্টুরেন্টের অংশীদার দাবী করে। রেস্টুরেন্টের মালিক দাবী করে  তাদের কে মাসিক ভাড়া ও ব্যাবসায়ের লভ্যাংশ পরিশোধ করিতে বলে হুমকি দিয়ে  আসছে। ইঞ্জিনিয়ার রফিকুল ইসলামের নির্দেশে তার সন্তান আদনান রফিক রেস্টুরেন্টে এসে  ইতিপূর্বে হুমকি ধমকি সহ ম্যানেজার নাহিদকে মারধর ও গালিগালাজ করে  অবৈধভাবে ভাড়া দাবী করে তারা পিতাপুত্র নানান সময় বিভিন্ন মারফতে খবর পাঠাচ্ছে  এখানে ব্যাবসা করিতে হলে তাহাদের ৪০ লক্ষ টাকা দিতে হবে, না হয় কিভাবে রেস্টুরেন্ট করিবে দেখে নেবে যা এক প্রকার চাঁদাবাজির সামিল।

উক্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে  জানান এই মুর্হুতে চরম নিরাপত্তাহীনতায়ও ভুগছেন রেস্টুরেন্টের মালিকেরা, বিষয়টি দেখতে সহযোগিতা চাচ্ছেন প্রশাসনের কাছে।