ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

পূর্বাশার আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘর উপহার স্বপ্নপূরণ হয়েছে আনোয়ারা খাতুনের

মুহাম্মদ জুয়েল, বোয়ালখালী : | প্রকাশের সময় : শুক্রবার ৩ নভেম্বর ২০২৩ ০৫:৫৭:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

কয়েক দিন আগেও পশ্চিম শাকপুরা আতর আলীর বাড়ীর আনোয়ারা খাতুনের ঘর ছিল ভাঙ্গা ঝুপড়ি। ঝড় বৃষ্টি হলে বাইরের পড়ার আগে পড়ত ঘরে। এখন তাঁর নিজস্ব টিনের ঘর, পায়খানা হয়েছে। সামাজিক সংগঠন পূর্বাশার আলো’র ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসব তৈরি করে দিয়েছেন সংগঠনটি।

 

শুক্রবার আনোয়ারার স্বপ্ননিবাসের উদ্বোধন করেন বোয়ালখালী পৌরসভার মেয়র ও সংগঠনের উপদেষ্টা মোঃ জহুরুল ইসলাম জহুর।

 

এ উপলক্ষে আনোয়ারার বাড়ির সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন, সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু সাদেক, সাধারন সম্পাদক শাহ আলম সিকদার, ইউপি সদস্য মোজাম্মেল হক মানিক, মঈন উদ্দিন বাদল, এস,এম কাজেম, সাহেদুল আলম, আকতার হোসেন,  মোঃ আলমগীর, এডভেকোট সাজ্জাদ হোসেন, আরিফুল ইসলাম প্রমূখ।

 

ঘর পেয়ে অশ্রুসিক্ত নয়নে আনোয়ারা খাতুন বলেন, ঘর পাওয়ার অনুভূতি বলে বোঝাতে পারবো না। আমি এ সংগঠনের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। আমার দুঃখ দুর্দশার কথা ভেবে মাথা গোজার ঠাই দিয়েছেন সংগঠনটি। নতুন ঘরের স্বপ্ন দেখছি দীর্ঘদিন, সেই স্বপ্নপূরণ হয়েছে।