ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করলেন সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ০৪:৫৬:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। আজ শনিবার (৯ ডিসেম্বর ২০২৩ইং) এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত ক্ষোভ প্রকাশ করেন তিনি।

 

নগর আওয়ামী লীগের সহ-সভাপতি সুজন বলেন, গতকাল বিকেলে বিভিন্ন মিডিয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবরে সারাদেশে অস্বাভাবিকভাবে পেঁয়াজের মূল্যবৃদ্ধি করা হয়েছে। একদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের মূল্য ৮০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবরে বাজার থেকে পেঁয়াজ উধাও হয়ে গিয়েছে। মোকামেও পেঁয়াজের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। অথচ গতকালও দেশের বিভিন্ন বাজারে পেঁয়াজের যথেষ্ট মজুদ দেখা দিয়েছে। আজ সারাদিন পেঁয়াজের মূল্যবৃদ্ধি টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। এভাবে হঠাৎ করে পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে সংকটে পড়েছে সাধারণ ভোক্তাগণ। এর ফলে নির্বাচনের পূর্বে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞপ্তিতে  তিনি আরো বলেন, বিভিন্ন মারফতে আমরা খবর নিয়ে জেনেছি যে বর্তমানে ভারতের বাজারে পেঁয়াজের যেসব এলসি খোলা রয়েছে সেগুলোর মালামাল দেশে আসতে আরো এক সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে। অর্থাৎ আগামী এক সপ্তাহ পর্যন্ত যে পেঁয়াজগুলো দেশে আসবে সবগুলো পেঁয়াজই আগের দামে কেনা। সুতরাং দেশে এ মূহুর্তে পেঁয়াজের মূল্যবৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। পেঁয়াজের মূল্যবৃদ্ধির এ কারসাজির সাথে যারাই জড়িত আছে তাদের সকলেই গণদুশমন বলে অভিহিত করেন তিনি। তিনি আরো বলেন, আমরা বারবার অভিযোগ করে আসছিলাম বাজারে কারসাজির সাথে কতিপয় অসাধু ব্যবসায়ীগণ সরাসরি যুক্ত এবং তা আজ প্রমাণিত। দুঃখজনক হলেও সত্যি যে, সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে গুদামজাত করে ভোক্তাদের কাছ থেকে পেঁয়াজের অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সবসময়ই ব্যবসায়ীদেরকে নানা রকম সুযোগ সুবিধা দিয়ে থাকেন শুধুমাত্র পণ্যসামগ্রী জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য। অথচ তারপরও কতিপয় অসাধু ব্যবসায়ী অহেতুক পণ্যের দাম বৃদ্ধি করে ভোক্তাদের ভোগান্তির মধ্যে ফেলে।

 তিনি আগামীকালের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। নচেৎ আগামী সোমবার থেকে জনগনকে সাথে নিয়ে পেঁয়াজের গুদাম ঘেরাও করার ঘোষণা দেন তিনি। পাশাপাশি নগরীর কোন বাজারে পেঁয়াজ গুদামজাতের খবর পেলে তা সাথে সাথে স্থানীয় আইনশৃংখলা বাহিনী এবং নাগরিক উদ্যোগের নেতৃবৃন্দকে জানানোর অনুরোধ জানান খোরশেদ আলম সুজন।