ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

পেকুয়ায় আগুনে তিন সহোদরের বসতবাড়ি ভস্মীভূত

এম দিদারুল করিম-পেকুয়া উপজেলা প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১৩ ডিসেম্বর ২০২১ ০২:৪৪:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজারের পেকুয়ায় আগুনে লেগে তিন সহোদরের বসতবাড়ি পুড়ে গেছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব মেহেরনামা পুরাতন বাঘগুজারা এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থরা হলেন, একই এলাকার মৃত আবুল আহম্মদের ছেলে মৃত হাকিম আলী, মোহাম্মাদ নুরুচ্ছফা,  নুরুল আমিনের ও মেয়ে হাফছা জন্নাত তানিয়া   পরিবার। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী পরিবারের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। নিমিষেই তিন ভাই ও বোনের টিন সেট কাঠের তৈরি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় ওইসব পরিবারের রক্ষিত  নগদ টাকা, স্বর্ণালংকার, গোলা ভরা ধান, চাল, ফার্নিসার, গবাদি পশু, হাঁস মুরগী, ইলেক্ট্রনিক সামগ্রীসহ আনুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোঃ হাসান, জয়নাল, শওকত ওসমান ও ইসমত আরা জানান সকালে তিন পরিবারের লোকজন বাড়ি থেকে খানিক দূরে ক্ষেতের কাজ করতে চলে যায়। এরই মাঝে সকাল ৯টার দিকে নুরুল আমিনের ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনের সূত্রপাত হয়ে ঘরে আগুন লাগে। বসতভিটায় দাও দাও করে আগুন জ্বলতে থাকলে পরিবার ও স্থানীয় এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনে পুড়ে চার বসতবাড়ি ও গবাদিপশু হাঁস মুরগী মালামালসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে যায়।

বাড়ির মালিক নুরুচ্ছফা বলেন, পরিবারের সবাই ক্ষেতের কাজে ব্যস্ত থাকা অবস্থা বাড়িতে আগুন লেগে সব কিছু পুড়ে যায়। যথাসময়ে ফায়ার সার্ভিসকে জানানো হলেও রাস্তা ঘাট খারাপ হওয়ার কারণে ঠিক সময়ে আসা সম্ভব হয়নি। এতে আমাদের তিন পরিবারের নগদ টাকা, স্বর্ণালংকার, ফার্নিসারসহ আনুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানায়, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুঁটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। যথাসময়ে আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে আশেপাশের আরো অনেক বাড়ি আগুনে পুড়ে যেতো।
এদিকে খবর পেয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড্ উম্মে কুলছুম মিনু, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, পেকুয়া থানার একদল পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য সাহেদুল ইসলাম অগ্নিকান্ডে ক্ষতি পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরবারের মাঝে শীগ্রই আর্থিক সহায়তা ও ঘর নির্মানের প্রয়োজনীয় গ্রহনের আশ্বাস দেন ইউএনও পূর্বিতা চাকমা।