কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়া ইউপিতে স্থগিত থাকা ৬নং কেন্দ্রে বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে নৌকা প্রার্থীকে হারিয়ে তৃতীয়বারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী এইচ এম বদিউল আলম (চশমা)। স্থগিত থাকা ওই কেন্দ্রে ১৩৩৫ ভোটের মধ্যে ৯৪৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাঁরমধ্য চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বদিউল আলম পেয়েছেন ৬৭০ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জিএম আবুল কাশেম (নৌকা) পেয়েছেন ১৯৬ ভোট।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত হওয়া পেকুয়ার ৬টি ইউপি নির্বাচনের মধ্যে বেলট ছিনতাই ও জাল ভোট দেওয়ার অভিযোগে বারবাকিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ১২নং বারবাকিয়া ফাঁশিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। স্থগিত কেন্দ্র ছাড়া বাকি ৮টি কেন্দ্রে নৌকার প্রার্থী জিএম আবুল কাশেম পেয়েছিলেন ৪৪২২ ভোট এবং চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পেয়েছিলেন ৪১১৮ ভোট। স্থগিত কেন্দ্রের ফলাফলসহ নৌকা প্রতীক পেয়েছে ৪৬১৮ ভোট এবং চশমা প্রতীক পেয়েছে ৪৭৮৮ ভোট। নৌকার প্রার্থীকে ১৭০ ভোটের ব্যবধানে পরাজিত করে টানা তৃতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাওলানা বদিউল আলম।
এছাড়া ৪৫৫ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত মহাম্মদ আশেক ( ভ্যানগাড়ি) এবং সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য নির্বাচিত হলেন স ম লায়লা আরজুমান বানু (বই)।
এদিকে নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে দুপুরে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন আ'লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী জিএম আবুল কাশেম।
পেকুয়া থানার ওসি শেখ মুহাম্মদ আলী বলেন, আমরা সব চেষ্টায় করেছি সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ইনশাল্লাহ প্রশাসন সফলভাবে তা সম্পন্ন করেছে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা বলেন, প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ আয়োজনের জন্য। ছোটখাটো কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন খুব সফলভাবে আমরা সম্পন্ন করেছি।