ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

পোশাক খাত পুরোদমে সচল: ৯৯% কারখানা খোলা

অনিক কর্মকার, ঢাকা: | প্রকাশের সময় : বুধবার ১৬ অক্টোবর ২০২৪ ০৪:৪৮:০০ অপরাহ্ন | জাতীয়
ছবি: সংগৃহীত

সাভার, আশুলিয়া, গাজীপুর এবং নারায়ণগঞ্জে পোশাক খাত পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। উৎপাদন কার্যক্রম পুরোদমে চলছে, এবং এই খাতে কোনো ধরনের অস্থিরতা নেই বলে জানা গেছে।

বুধবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার ৪০১টি কারখানার মধ্যে ১টি বাদে সবগুলো চালু ছিল।

নারায়ণগঞ্জে সব পোশাক কারখানা সচল, এবং গাজীপুরের ৮৭১টি কারখানার মধ্যে মাত্র ১টি বন্ধ রয়েছে। একইভাবে, ঢাকা মহানগরীর ৩০১টি কারখানার মধ্যে ১টি ছাড়া বাকি সব চালু রয়েছে।

এতে স্পষ্ট, পোশাক খাতের পরিস্থিতি সম্পূর্ণরূপে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, যা দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক সংকেত।