ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

প্রধানমন্ত্রীর ছবি ছিড়ে ফেলায় আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২৭ অগাস্ট ২০২২ ১২:০২:০০ পূর্বাহ্ন | রাজনীতি

হবিগঞ্জের চুনারুঘাট মধ্যবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নেতাকর্মীদের ছবি সম্বলিত ফ্যাস্টুন ছিড়ে ফেলেছে ছাত্রদলের কতিপয় নেতারা। বৃহস্পতিবার রাতে কয়েকজন ছাত্রদল নেতা মধ্যবাজারে গোলচত্তরে জননেত্রী সৈনিক লীগের একটি ব্যানার ছিড়ে ফেলে। এ ঘটনাটি রাত থেকেই ফেইসবুকে ভাইরাল হয়। 

 

এ ঘটনার প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার বিকেল ৫ ঘটিকায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে। 

 

মিছিল শেষে মধ্যবাজারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সহ সভাপতি ওয়াহেদ আলী মাষ্টার, সুজিদ চন্দ্র দেব, কেন্দ্রীয় প্রচার উপ কমিটির সদস্য মারুফ সিদ্দীকি, যুগ্ন সম্পাদক আঃ সামাদ মাষ্টার, সজল দাস, লুৎফুর রহমান চৌধুরী. সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মানিক সরকার, আবেদ হাসনাত চৌধুরী সনজু. পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালদার, যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম, এডভোকেট আব্দুস সহিদ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, তাতীলীগের সভাপতি খন্দকার কবির, কৃষকলীগের মুজিবুর রহমান, ছাত্রলীগের সায়েম তালুকদার প্রমুখ। 

 

বক্তারা চুনারুঘাটের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্ঠা করলে দাতভাঙ্গা জবাব দেওয়া এবং প্রধান মন্ত্রীর ছবি সম্বলিত ফ্যাস্টুন ছেড়ায় আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।