ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

প্রশাসনিক রদবদলে আওয়ামী লীগের আপত্তি নেই : কাদের

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ৩ ডিসেম্বর ২০২৩ ০৩:৩২:০০ অপরাহ্ন | রাজনীতি

প্রশাসনিক রদবদলে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

 

ইউএনও-ওসিদের বদলি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সরকার প্রশাসনিক রদবদল করছে না। কর্মকর্তাদের বদলি করছে নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা দরকার তারা করছে। এ নিয়ে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই।

 

তিনি বলেন, স্বাভাবিক পথ থেকে বিচ্যুত হয়ে রাজনীতিকে সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছে বিএনপি। তারা আবারও সেই ২০১৪-১৫ সালের মতো অপকর্ম শুরু করেছে। বিএনপির এই নেতিবাচক অবস্থা থেকে অনেক নেতা বেরিয়ে আসতে চায়। ইতোমধ্যে অনেকের শুভবুদ্ধির উদয় হয়েছে। ফলে তারা বিএনপি থেকে বেরিয়ে এসে নির্বাচনে অংশ নিয়েছে। যারা বিএনপির নেতিবাচক রাজনীতিকে প্রত্যাখ্যান করে সুস্থ ধারায় ফিরে আসতে শুরু করেছেন, আমি তাদের ধন্যবাদ জানাই।

 

এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া আওয়ামী লীগের কাউকে দল থেকে বহিষ্কার করা হবে না বলে জানান ওবায়দুল কাদের।

 

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাপা, উপদপ্তর সায়েম খান প্রমুখ।