ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন বাজার এলাকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন ফরিদপুর জেলা ডিবি পুলিশের একটি দল।
গতকাল সোমবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মধুখালি উপজেলার ডুমাইন বাজারে এ ঘটনা ঘটে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা এসব বিষয় নিশ্চিত করে বলেন, আসামি ও তাদের স্বজন এবং স্থানীয়রা পুলিশের ওপর হামলা করে। হামলার ঘটনায় আহত তিন পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। এ সময় মাদকসহ দুই জনকে আটক করা হয়েছে।
হাসপাতালে ভর্তি তিনজন হলেন এস আই আব্দুল জব্বার ও এসআই দেওয়ান শফিকুল এবং এএসআই শফিকুল ইসলাম।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তৌসিফ সরকার প্রিয় জানান, আহতদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ আঘাতের চিহ্ন রয়েছে।
বায়ান্ন/প্রতিনিধি/একে