ঢাকা, রবিবার ৮ ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১

ফরিদপুরে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় খেলা অনুষ্ঠিত

সনত চক্রবর্তী, ফরিদপুর | প্রকাশের সময় : শনিবার ১৬ নভেম্বর ২০২৪ ০৩:০০:০০ অপরাহ্ন | দেশের খবর

ফরিদপুরে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় খেলা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১৬ নভেম্বর) বেলা ১২টায় ফরিদপুর স্টেডিয়ামে আয়োজিত টি-টুয়েন্টি ফরম্যাটের এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।  

এসময় উপস্থিত ছিলেন- জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা  জহিরুল ইসলাম শাহজাদা মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহাবুবুল হাসান পিংকু, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

ফরিদপুর বিভাগের পাঁচটি জেলার ক্রিকেটারদের নিয়ে লাল ও সবুজ দলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়।

বিজয়ীরা ঢাকায় ১২টি দলকে নিয়ে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে অংশ নেবেন।

বায়ান্ন/প্রতিনিধি/একে