ফেনীতে উগ্রবাদ প্রতিরোধে গণমাধ্যম কর্মী, সুশীল ও ছাত্র সমাজের ভূমিকা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা পুলিশ লাইন্সে কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় দিন ব্যাপী এ কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা। কর্মশালায় ঘন্টা ব্যাপী প্রেজেন্টেশন উপস্থাপন করেন ঢাকা মেট্রো পলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ তৌহিদুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, বাংলাদেশে জঙ্গিবাদের কোন স্থান নেই। এখানে সামাজিকভাবে জঙ্গিবাদ ও উগ্রতাকে সামাজিকভাবে উৎসাহী করা হয়না। আফগানিস্তানের মত দেশে জঙ্গিবাদ ও উগ্রতাকে সামাজিকভাবে উৎসাহী করায় আজ সেটি কোন ভাবেই দমন করা যাচ্ছেনা।