ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

ফেনীতে ফুটবল বিশ্বকাপ নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে হত্যার ঘটনায় আসামি দেড় বছর পর গ্রেফতার

মু. ইকরামুল হক, ফেনী : | প্রকাশের সময় : বুধবার ৫ জুন ২০২৪ ০৯:১৫:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

ফেনীতে ২০২২ সালে ফিফা ফুটবল বিশ্বকাপ নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ব্রাজিল সমর্থকদের হামলায় দক্ষিণ কোরিয়ার সমর্থক মোঃ জসিম উদ্দিন হত্যার ঘটনায় আসামি মোঃ সাকিব (২৪)কে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার দশপাইপ এলাকায় র‍্যাব-৭ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ জুন) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। সাকিব দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দরবেশের হাট এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে।

২০২২ সালের ৬ ডিসেম্বর ফুটবল বিশ্বকাপের একটি ম্যাচ চলার সময় ফেনী পৌরসভার সহদেরপুর এবং মাস্টারপাড়া এলাকায় ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া দলের সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে মাস্টারপাড়া এলাকার ব্রাজিল দলের সমর্থকেরা সহদেরপুর এলাকায় কুপিয়ে হত্যা করেন ওই এলাকার বাসিন্দা মো. জসিমকে। হত্যার ঘটনায় জসিমের বাবা বাদী হয়ে সাতজনের নামোল্লেখ ও অজ্ঞাতপরিচয় ছয়-সাতজনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন।

র‍্যাব সূত্রে জানায়, মামলার পর থেকে সাকিব পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্তের পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দশপাইপ এলাকায় র‍্যাব অভিযান চালায়। অভিযানে তাঁকে গ্রেফতারের পর ফেনীতে নিয়ে আসা হয়।

র‍্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. সাদিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামি সাকিবকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামি সাকিবকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।