ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ফের নীলক্ষেত অবরোধ করল ৭ কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : মঙ্গলবার ২২ অগাস্ট ২০২৩ ০৪:৩৭:০০ অপরাহ্ন | শিক্ষা

সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবি মেনে না নেয়ার অভিযোগ তুলে ফের নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

 

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জড়ো হয়ে এসে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। পরে দুপুর পৌনে ১টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে।

 

 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি না মানা পর্যন্ত তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন।

 

এর আগে গত ১৬ আগস্ট সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেয়ার এক দফা দাবিতে আন্দোলন করেন সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। সেদিনও নীলক্ষেত মোড় অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা।