সোমবার বগুড়ার সারিয়াকান্দিতে ব্যাটারি চালিত অটোভ্যানের ধাক্কায় ফারহান (৪) নামে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার হাটশেরপুর ইউনিয়নের খোর্দ্দ-বলাইল গ্রামের রবি তরফদারের ছেলে। জানাগেছে, সোমবার সকাল ৮টার দিকে ফারহান তার বাবা রবি তরফদারের সাথে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বন্যা নিয়ন্ত্রন বাঁধ কাম রাস্তায় পৌঁছিলে অজ্ঞাত একটি বেকারী কোম্পানীর অটোভ্যানের ধাক্কায় সে গুরুতর আহত হয়। আহত ফারহানকে মূমূর্ষ অবস্থায় তার স্বজনরা সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।