ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

বগুড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২১ জুলাই ২০২২ ১২:৩০:০০ অপরাহ্ন | দেশের খবর

নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২’ বগুড়ায় পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে সকালে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের বটতলা থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বগুড়া জেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে এখানে আলোচনা সভা, সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এ বছর বিশ্ব জনসংখ্যা দিবসের থিম হচ্ছে  ‘‘৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি। 

পরিবার পরিকল্পনা অধিদপ্তর বগুড়ার, উপ-পরিচালক, শাহ্নাজ পারভীনএর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী আশরাফুল মমিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিডি) নিলুফার ইয়াসমিন প্রমুখ।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে নানা কর্মসুচি পালিত হচ্ছে।

উল্লেখ্য ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হলেও ঈদের ছুটির কারণে সারাদেশে ২১ জুলাই উদযাপন করা হচ্ছে।