ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য ”লচ্চিত্র “চিরঞ্জীব মুজিব” কাল বগুড়ায় মুক্তি পাচ্ছে

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর ২০২১ ০৫:৩৬:০০ অপরাহ্ন | দেশের খবর

শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চ্চলচিত্র “চিরঞ্জীব মুজিব” কাল বগুড়ার মধূবন সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের সাতমাথায় মুজিব মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বর্নাঢ্য শোভা যাত্রা বের হয়। শোভা যাত্রাটি শহরের সাতমাথা থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভা যাত্রায় নেতৃত্ব দেন, এই চলচ্চিত্রের অভিনেত্রী দিলারা জামান পূর্নিমা ও আহমেদ রুবেল। এর আগে আলোচনায় সভায় তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন আদর্শ বোঝা ও জানান জন্য দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে ছবিটি দেখার জন্য আহবান জানান।

বগুড়া জেলা যুবলীগ সভাপতি শুভাষীশ পোদ্দার লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন “চিরঞ্জীব মুজিব” চলচ্ছিত্রের পরিচালক মোঃ নজরুল ইসলাম। বগুড়া জেলা আওয়ামীলীগের  সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।