ঢাকা, বুধবার ২৩ অক্টোবর ২০২৪, ৭ই কার্তিক ১৪৩১

বঙ্গভবনের সামনে পুলিশের গুলিতে এক শিক্ষার্থীসহ ২ জন আহত

সালেহ্ বিপ্লব, ঢাকা | প্রকাশের সময় : বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ১২:১৮:০০ পূর্বাহ্ন | জাতীয়
আহতদের একজন: ছবি বাংলাভিশন

এছাড়া একজন সাউন্ড গ্রেনেডে আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। 

গুলিবিদ্ধরা হলেন ফয়সাল আহম্মেদ বিশাল ও শফিকুল ইসলাম (৪৫)। সাউন্ড গ্রেনেডে আহতের নাম আরিফ (২০)।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাসভবন বঙ্গভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করেন একদল বিক্ষোভকারী। সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা তাদের বাধা দেন। 

একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দেন। পরে পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের দাবিতে বঙ্গভবনের সামনে আন্দোলন করছে বেশ কয়েকটি সংগঠন ও ছাত্রজনতা। তাদের মধ্যে কিছু আন্দোলনকারী সন্ধ্যায় বঙ্গভবনের সামনের রাস্তায় গাছের শুকনো ডাল ভেঙে এনে আগুন ধরিয়ে দেয়। এ সময় আন্দোলনকারীরা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেন। 

বায়ান্ন/সালেহ্