বাঁশখালীতে নিখোঁজের ২৭ দিন পর সাইফুল আজম ইরফান (২৯) নামে এক প্রবাসীর কঙ্কাল গলায় ফাঁস লাগানো অবস্থায় পাহাড় থেকে উদ্ধার করেছে পুলিশ।
সে উপজেলার সাধনপুর ইউনিয়নের মোকামি পাড়া এলাকার আবদুল জলিলের পুত্র।
জানা গেছে, গত ১১ জুুন দুপুরে জোহরের নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়ে এরপর আর বাড়িতে ফেরেননি ইরফান। এরপর থেকে তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে ইরফানের আর কোনো খোঁজখবর না পেয়ে বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করেন আবদুল জলিল।
গত রবিবার (৭ জুলাই) বিকেলে স্থানীয়রা সাধনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পাহাড়ি এলাকায় গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় কঙ্কাল দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে আবদুল জলিল গায়ের পোশাক দেখে তার ছেলে সাইফুল আজম ইরফানের লাশ শনাক্ত করেন। আবদুল জলিলের দাবি, কেউ তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।
রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাগচী জানান, ‘আমরা তো এক ঘন্টা খোঁজাখুঁজি করে কোথাও লাশ বা কঙ্কাল দেখতে পাইনি। তবে ইরফানের পরিবারের একজন জানিয়েছে তাদের ছেলের কাপড় চোপড় ও গাছে ঝুলন্ত অবস্থায় একটি কঙ্কালের সন্ধান পাওয়া গেছে।’
বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ জানান, ‘সাধনপুর পূর্ব পাহাড়ি এলাকায় এক ব্যক্তির কঙ্কাল দেখার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’