ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

বাউফলে আ'লীগ নেতার হামলায় স্ট্যাম্প বেন্ডার আহত

Author Dainik Bayanno | প্রকাশের সময় : রবিবার ৯ জানুয়ারী ২০২২ ১০:৫১:০০ অপরাহ্ন | দেশের খবর
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন আওয়ামীলীগ নেতার হামলা স্থানীয় স্ট্যাম্প বেন্ডার আহত হওয়ার  অভিযোগ পাওয়া গেছে।  আহত স্ট্যাম্প বেন্ডার শফিউর রহমান সেন্টুকে (৪৮) স্থানীয়রা উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। শনিবার (৮ জানুয়ারী) দুপুরে উপজেলার নওমালা ইউনিয়নের নগরের হাট আবুল হোসেন দফাদারের মৃধা মার্কেটের টিনের আড়ৎ এর সামনে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আহত শফিউর রহমান সেন্টু বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
স্থানীয় ও থানার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মোঃ আফছার উদ্দিন মৃধার উপর  যুবলীগ নেতা মামুন হাওলাদারের হামলার ঘটনায় বাউফল থানায় দায়ের করা অভিযোগ সম্পর্ক বাউফল থানার এস আই শেখ জাহিদ আলম শনিবার (৮ জানুয়ারি) সকালে তদন্তে যান। হামলা কারি মামুন হাওলাদারের পক্ষে নওমালা ইউনিয়ন আওয়ামীগীগের সহ সভাপতি  মোঃ নাসির উদ্দীন মৃধার নেতৃত্ব সতন্ত্র প্রাথী আফছার উদ্দীন মৃধার উপর হামলার বিষয়টি নিয়ে স্থানীয় দফাদার আবুল হোসেনের মৃধা মার্কেটে টিনের দোকানে বসেন। ওই বৈঠকে হামলাকারি  মামুন হাওলাদারের পক্ষ নিয়ে নওমালা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি নাসির উদ্দিন কথা বললে বেন্ডার শফিউর রহমান সেন্টু প্রতিবাদ করলে নাসির উদ্দীন তাকে (সেন্টু)কিল ঘুসি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় বাদল মৃধা আহত অবস্থায় শফিউর রহমান সেন্টুকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান। এ ঘটনায় আহত শফিউর রহমান সেন্টু বাদী হয়ে বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে অভিযুক্ত আ'লীগ নেতা নাসির উদ্দীন বলেন,সেন্টু আমার সম্পর্কে ভাইগ্না,ওকে দুটি থাপ্পড় মারা হয়েছে। বিষয়টি আমরা স্থানীয় ভাবে মিমাংসা হবো।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই শেখ জাহিদ বলেন, অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়েছিলাম। ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 
 
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, অভিযোগটি সাধারন ডায়েরি হিসেবে নেয়া হয়েছে। তদন্তের জন্য পুলিশ পাঠিয়েছি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।