ঢাকা, মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

বালাগঞ্জে বিল নার্সারীতে পোনা নমুনায়ন ও অবমুক্ত করণ

বালাগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ২৬ জুন ২০২৩ ০১:২০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের বালাগঞ্জে বিল নার্সারীতে পোনা নমুনায়ন ও অবমুক্ত করণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচনসহ চলমান সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলায় ও জাতির জনকের সোনার বাংলা গড়তে জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করে মৎস্য চাষ এগিয়ে নিতে হবে। দেশের মৎস্যসম্পদ বৃদ্ধিতে স্মার্ট বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে নানামুখী পদক্ষেপ। স্বাদু পানির মাছ উৎপাদনে দেশকে বিশ্বের প্রথম স্থানে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

 

'মাছ উৎপাদন বৃদ্ধি করি-সুখি সমৃদ্ধি দেশ গড়ি’ এই প্রতিপাদ্যের বাস্তবায়নে বালাগঞ্জের ৪টি হাওরে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

 

 

সরকারের ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় বালাগঞ্জের মাইজাইল ও চাতল-ফাটা চাতল, চকিয়া উলুখাল, বেড়া ঘাগটিয়া জলমহালে অবমুক্ত করা হয়েছে পোনামাছ। শনিবার দুপুরে বালাগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় অবমুক্তকরণ অনুষ্ঠানের। এসময় উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুজ্জামান, লিফ মো. আশিকুর রহমান বিলের সংশ্লিষ্ট সভাপতি সম্পাদক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আনুষ্ঠানিক পোনা নমুনায়ন ও অবমুক্ত করা হয় চাতল ফাটা-চাতল জলমহালে। অনুষ্ঠান শেষে ১০ থেকে ১২ সে.মি.আকারের সাড়ে চার লক্ষ রুই জাতীয় ৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।