ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

বিশ্বম্ভরপুরে জামানত হারালেন নৌকা প্রতীকের ২ প্রার্থী

সুনামগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ২৯ ডিসেম্বর ২০২১ ০৪:৩৯:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন, ধনপুরপুর ইউপির নৌকা প্রতীক প্রার্থী মো. হযরত আলী এবং ফতেপুর ইউপির মো. হেলাল উদ্দিন। এই দুই প্রার্থী নিজ কেন্দ্রেই ফেল করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানাযায়, নির্বাচনী বিধি অনুযায়ী কোন প্রার্থী কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত করা হয়। ফলে কমিশনের এই বিধি অনুযায়ী দুই চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন।

নির্বাচনী ফলাফলে দেখা গেছে, ধনপুর ইউনিয়নে আওয়ামীলীগের নৌকা প্রতীক প্রার্থী মো. হযরত আলী ১১শত ১৬ ভোট পান। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৭হাজার ৭শত ৯১ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ২০ হাজার ৪শত ৫৩ জন। এরমধ্যে বৈধ ভোটের সংখ্যা ১৯ হাজার ৯শত ৬৬ এবং বাতিল ভোটের সংখ্যা ৪শত ৮৭ জন। জামানত ফিরে পেতে প্রাথীর ২হাজার ৫শত ৫৭ ভোট পেতে হতো।

ফতেপুর ইউনিয়নে আওয়ামীলীগের নৌকা প্রতীক প্রার্থী মো. হেলাল উদ্দিন পেয়েছেন ৭শত ৯৫ ভোট। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৪শত ৯২ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৪ হাজার ৮৭৬ জন। এরমধ্যে বৈধ ভোটের সংখ্যা ১৪ হাজার ৬৩০ এবং বাতিল ভোটের সংখ্যা ২শত ৪৬। জামানত ফিরে পেতে প্রাথীর ১ হাজার ৮৬০ ভোট পেতে হতো।