খাঁটিহাতা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সুখেন্দু বসু বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী লাকী পরিবহনের বক্সে করে ভারতীয় শাড়ি, কসমেটিক ইত্যাদি চোরাচালান হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে কুট্টাপাড়ায় থানার সামনে চেকপোস্ট বসায় পুলিশ। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 'লাকী পরিবহন'র ওই যাত্রীবাহী বাসটিকে আটক করে গাড়ির বক্সে তল্লাশী চালিয়ে তিন হাজার ১৮০ পিস ভ্যাটনোভেট ক্রীম ও ৮৬ পিচ শাড়ি উদ্ধার করা হয়। এসবের বৈধতা যাচাইয়ে গাড়ির সুপারভাইজারকে কাগজপত্র দেখাতে বললে সে কোনোরূপ চালান দেখাতে পারেনি। পরে পুলিশ উদ্ধারকৃত অবৈধ পণ্যগুলোসহ গাড়ির সুপারভাইজার ইব্রাহিমকে আটক করে। উদ্ধারকৃক এসব চোরাচালানী পণ্যের আনুমানিক মূল্য পৌণে চার লাখ টাকা বলে পুলিশ জানায়। এই ঘটনায় সরাইল থানায় আটটককৃত পরিবহন সুপারভাইজার ইব্রাহিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।